ভাষাপথ

img 20250919 wa0019বাংলায় বাঙালির বাংলা পথ ,
যে পথে ভাষা চর্চার পাশাপাশি
বাংলা সংস্কৃতি ইতিহাস বিজ্ঞান অনন্ত শৌর্যে কীভাবে গতিমান
তার বিবরণ ধারার পরিমান লব্ধ
গ্রন্থনা ও পরিমার্জনা ৷৷
ভাষাপথ ৷
ভাষাপথ একটি পরিবার যেখানে আমরা নিজস্ব সংস্কৃতিকে আপনপথে লালিত করি ৷৷
ভাষাপথ একটি ভাবনার পথ যেখানে নিজস্ব ইতিহাসকে চলতি ধারায় প্রকাশ করার প্রচেষ্টা করি ৷
ভাষাপথ একটি মার্জিত সংস্কৃতি জন্ম দেওয়ার প্রচেষ্টার সিধে রাস্তা ৷ যেখানে অন্ধ সংস্কার নেই উন্নত ভাবনা গ্রহণ করার চিন্তা রয়েছে ৷
ভাষাপথ একটি প্রচেষ্টা যেখানে মানুষের পাশে দাঁড়ানোর মানবিক গুণগুলিকে শ্রদ্ধা জানানো হয় ৷img 20250919 wa0011
ভাষাপথ একটি চলমান সাংস্কৃতিক অভিযান, সাহিত্যের ধারা ৷৷
ভাষাপথ বাংলা ভাষাকে সম্মান জানানোর নতুন পাদদেশ ৷৷
ভাষাপথের যাত্রা শুরু হয়েছিল সেই ১২ জুলাই ২০১৩ থেকে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা রূপে ৷

ভাষাপথের সম্পাদক মণ্ডলী

img 20250919 wa0017উপদেষ্টা — সিদ্ধেশ্বর আচার্য
প্রধান সম্পাদক — অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা সহযোগী — বিশ্বজিৎ গাইন , অরূপ ব্যানার্জী , শঙ্কর পালিত , অনুপম যশ ,শুভা রায় চৌধুরী, অমিতাভ চক্রবর্তী ৷

Scroll to Top